কাগজ ঠিক আছে। ইঞ্জিন খলা হয় নাই। বাসা থেকে দকান আর দকান থেকে বাসা এতটুকু ছালান হয়েচে প্রতিদিন। ১০ বছ্রের কাগজ। প্রথম মালিক। নাম পরিবরতন জেকন সময়। সাউন্ড খুব এ স্মুথ। আক হাতে ছালান। কোন এক্সিডেন্টাল হিস্তরি নাই। কোন কাজ নাই।নিবেন আর চালাবেন। জি এস এক্স নিব তাই বিক্রি করতে চাইতেছি।